বিকেলের উপাখ্যান
- জুনায়েদ বি. রাহমান ২৮-০৪-২০২৪

ক্ষণিকপর বিকেলের রোদ্দুর ঘুমিয়ে পড়বে রাত্রির শিতানে
জীবনানন্দের সব পাখিরা ফিরবে নীড়ে-'
এমন এক বিমুগ্ধ শরৎবিকেলে
সুনাইচরে তুমি আমি আর একটা তিলা মুনিয়া
মনে পড়ে?!
মনে পড়ে 'সিপ... সিপ...' পাখিরভাষা। জলের মৃদুমন্দ ছন্দসুর

তিলা মুনিয়া ডাকছিলো তার বেনামি প্রিয়ারে, আর
তুমি চোখেরভাষা শিখাচ্ছিলে আমারে
মনে পড়ে?!
মনে পড়ে?!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।